পাংশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

BREAKING

5/recent/ticker-posts

পাংশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 


পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩। সারাদেশের ন্যায় রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজার সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী আরশাদ আলী সরদারের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পাংশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন প্রফেসর মোঃ ইয়ামিন আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ চাদ আলী খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এ.কে.এম শরিফুল মোর্শেদ রঞ্জু। 

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাগণ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।